Site icon Jamuna Television

মেক্সিকো উপসাগরে বিমান বিধ্বস্ত, নিহত ২

মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ একজন। খবর এপির।

শনিবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে ফ্লোরিডা উপকূলে হয় এ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ভেনিস বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছিল বিমানটি। সেন্ট পিটার্সবার্গে অবতরণের কথা ছিল বিমানটি। নির্দিষ্ট সময়ের অনেক পরেও না পৌঁছানোয় শুরু হয় খোঁজ। প্রমোদতরীতে থাকা পর্যটকরা সাগরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে খবর দেয় জরুরি বিভাগকে।

পরে রোববার দুপুরের দিকে বিমানটির খোঁজ মেলে উপকূল থেকে আধা কিলোমিটার দূরে। প্যাসেঞ্জার সিটে মেলে এক শিশুর মরদেহ। নিখোঁজ পাইলটের সন্ধানে চলছে অভিযান।

এটিএম/

Exit mobile version