Site icon Jamuna Television

‘খেলা হবে’ এ স্লোগান আজীবন দিয়ে যাব: ওবায়দুল কাদের

খেলা হবে স্লোগান ফখরুল ও কারো কারো পছন্দ নয়, তবু এটা দিয়ে যাবো। কারণ মানুষ এটা গ্রহণ করেছে; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আমি আজীবন এ স্লোগান দিয়ে যাব, এ স্লোগান জনগণ খুবই পছন্দ করে।

সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, আমি বলব- খেলা হবে, হবে খেলা। এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলে কোনো বিরোধ রাখতে চাই না। অনেক জনকে ক্ষমা করে দিয়েছি, আমার ভাইকেও ক্ষমা করেছি;

সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি ঘোষণা করা হয়। আর সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তা ঘোষণা করা হবে বলে জানানো হয়।

/এমএন

Exit mobile version