Site icon Jamuna Television

অবসর সময় পার করছেন মেসিরা; অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হাড়িয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ডাচ বাধা পেরোতে পরিকল্পনা নিয়ে ব্যস্ত আলবিসেলেস্তেরা। তবে, মাঠে আপাতত অনুশীলন করছেন না মেসি, আলভারেজ, ডি পলরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্রামে রয়েছেন মেসিরা। এদিকে, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া।

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে নামার আগে এখনো বাকি ছয় দিন। লম্বা সময় পেয়ে তাই খানিকটা অবসর সময় পার করেছেন আলবিসেলেস্তারা। যেহেতু ইনজুরি ছিল, তাই ছুটি থাকলেও ডি মারিয়া তা কাটাননি। তিনি ব্যস্ত ছিলেন অনুশীলনে। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে একাই অনুশীলন করেছেন এ জুভেন্টাস তারকা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উরুর পেশিতে ব্যাথা অনুভব করায় রাউন্ড অব সিক্সটিনে খেলেননি ডি মারিয়া।

শনিবার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

/আরআইএম

Exit mobile version