Site icon Jamuna Television

ভিনিসিয়াস-নেইমারের গোলে এগিয়ে ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের ৭ মিনিটে দেয়া ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেছে সেলেসাওরা। এর ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করেছেন নেইমার।

ম্যাচের ৬ মিনিটে ডানপ্রান্ত থেকে আক্রমণে যান রাফিনহা। তার তোলা ক্রস গোলমুখে একটুর জন্য মিস করেন নেইমার ও পাকুয়েতা। তাদের মিস করা বলটিকেই জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। এ সময় কোরিয়ান গোলকিপার ও চার জন ডিফেন্ডার ছিলেন তার সামনে। এটি ব্রাজিলের জার্সি গায়ে ভিনিসিয়াসের দ্বিতীয় ও বিশ্বকাপে তার প্রথম গোল।

এর কিছুক্ষণ পরেই ম্যাচের ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন রিচার্লিসন। এতে পেনাল্টি পায় সেলেসাওরা। আর সেই পেনাল্টিতেই গোল ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার। এটি বিশ্বকাপে নেইমারের ৭ম গোল।

প্রসঙ্গত, কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ নকআউট পর্বের ম্যাচে এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছে দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল।

/এসএইচ

Exit mobile version