Site icon Jamuna Television

বিশ্বকাপের ফাইনালে থাকবেন দীপিকা পাডুকোন

ছবি: সংগৃহীত

বলিউড বক্স কাঁপানো নায়িকা দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে দোহার লুসাইল স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করতে যাচ্ছেন তিনি। বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে সোনালি ট্রফি উন্মেচন করতে চলেছেন দীপিকা।

কাতার বিশ্বকাপে এখনও চলছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। ইতিমধ্যে ১৮ নভেম্বর লুসাইলে অনুষ্ঠিত জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। দীপিকা জানান, শীঘ্রই কাতারে যাবেন তিনি। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য এখনও জানা জায়নি।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। প্রতিদিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

/আরআইএম

Exit mobile version