Site icon Jamuna Television

কলম্বিয়ায় ভূমিধসে চাপা পড়লো চলন্ত বাস, নিহত অন্তত ৩৩

ভূমিধসের কবলে পড়ে কাদামাটির নিচে চাপা পড়লো চলন্ত বাস। এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার রিসারালদা প্রদেশে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (৫ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে।

গত দু’দিনে রাজধানী বোগোতা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দু’টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ছাড়াও বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। টানা ভারি বৃষ্টির কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হতাহতের ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। চলতি বছর অস্বাভাবিক বৃষ্টিপাত দেখছে কলম্বিয়া। বৃষ্টি-বন্যার জেরে এ বছর প্রাণ গেছে ২১৬ জনের। গৃহহীন হয়েছে ৫ লাখ ৩৮ হাজার মানুষ।

ইউএইচ/

Exit mobile version