Site icon Jamuna Television

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা, আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিনাকুণ্ডুর মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার একমাত্র আসামি সজীব আহমেদ অপুকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া জেলার মনহরদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজীব হরিনাকুণ্ডুর আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেল বলেন, মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারে আমরা অভিযানে নামি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি সজীবকে কুষ্টিয়া মনহরদি গ্রাম থেকে গ্রেফতার করি।

উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলা বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন জনি। কয়েকদিন আগে তার দোকান থেকে বাকিতে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল কেনেন সজীব। পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জনির দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সজীব। এতে মারা যায় ব্যবসায়ী জনি।

এএআর/

Exit mobile version