Site icon Jamuna Television

মরুভূমিকে বনে রূপান্তর করছে চীন, বিমান থেকে ফেলা হচ্ছে বীজ

চীনের জিনজিয়ান প্রদেশে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মরুভূমিকে বনাঞ্চলে রূপান্তরের বিশাল কর্মযজ্ঞ চলছে চীনে। বনায়নের লক্ষ্যে বিমান থেকে ফেলা হচ্ছে বিশেষ ধরনের বীজ। এই প্রকল্প সফল হলে বিজ্ঞান ও মানবসভ্যতা উন্নয়ন ও কর্মক্ষমতার আরও একটি মাইলফলক পেরিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। খবর সিজিটিএন এর।

জিনজিয়ান প্রদেশের তাকলা-মাকান অঞ্চলের বিশাল মরুভূমিতেই দিনরাত চলছে এ বিশাল কর্মসূচি। ডিসেম্বরের মধ্যেই এখানে বীজ ফেলা হবে ৩ হাজার ৩৩০ হেক্টর ভূমিতে। মরুভূমি ও রুক্ষ এলাকায় টিকে থাকার ক্ষমতা আছে এমন ধরনের গাছের বীজ বাছাই করা হয়েছে এই প্রকল্পের জন্য। বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে সার। বীজের বল তৈরি করে সেগুলো মাটিতে রোপন তরা হচ্ছে।

প্রকল্পটিতে সহায়তা করেছে দেশটির শানজি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর আগে ৪০০ হেক্টর জমিতে পরীক্ষা চালিয়েছিল এই বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞরা বলছেন, ১ শতাংশ বীজ থেকে চারা বের হলেও তা বিবেচনা করা হবে সাফল্য হিসেবে। আগামি ৫ বছরে ২০ হাজার হেক্টর মরুভূমি এলাকায় বনায়নের পরিকল্পনা রয়েছে চীনের।

এসজেড/

Exit mobile version