Site icon Jamuna Television

আপাতত আর্জেন্টিনাকে নিয়ে কিছু ভাবছেন না রিচার্লিসন

আপাতত আর্জেন্টিনাকে নিয়ে তেমন কিছু ভাবছেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। রাতে ম্যাচ জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

রিচার্লিসন বলেন, প্রথমে আমরা ক্রোয়েশিয়ার কথা ভাবছি। এখন আমাদের সামনে ক্রোয়েশিয়া, ভাবনায় শুধু তারাই। (সেমিফাইনাল) পরের ধাপে। আসলে এখন আপনাকে ক্রোয়েশিয়াকে নিয়েই ভাবতে হবে।

গ্রুপ পর্বে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ব্রাজিল। তিন ম্যাচ মিলিয়ে মাত্র তিনটি গোলই করতে পেরেছে তিতের দল। সেটাও আবার প্রথম দুই ম্যাচে। আর শেষ ম্যাচে তো ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেই গিয়েছিল নেইমারবিহীন ব্রাজিল। নেইমারকে ফিরে পেয়ে উজ্জীবিত ব্রাজিল শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে আগামী শুক্রবার কাতারের এডুকেশন স্টেডিয়ামে।

ইউএইচ/

Exit mobile version