Site icon Jamuna Television

কাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত।

রাজধানীর কয়েকটি স্থানে বুধবার (৭ ডিসেম্বর) বেশ কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা ও খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সাথে এসব এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে গ্যাসের চাপ কম থাকবে বলেও জানানো হয়েছে।

মূলত, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য এসব অঞ্চলে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version