Site icon Jamuna Television

সংকট কেটে যাবে: বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপির ঢাকা সমাবেশ নিয়ে কোনো সমস্যা হবে না। এ নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রথমবারের মতো সচিবালয়ে যান। দেখা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে। প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে ওবায়দুল কাদের এ আশা প্রকাশ করেন।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমাবেশ নিয়ে সংকট কেটে যাবে। তবে বিএনপির সমাবেশের জন্য স্থান হিসেবে অনুমোদন নয়াপল্টন, আরামবাগ নাকি মতিঝিলে দেয়া হবে এ নিয়ে কোনো ইঙ্গিত দেননি ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠকে উন্নয়ন কার্যক্রম, তিস্তা চুক্তির পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়। তবে নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় হাইকমিশনার।

/এমএন

Exit mobile version