Site icon Jamuna Television

১০ ডিসেম্বর ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সমাবেশকে ঘিরে যোগাযোগ ও যানবহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে ব্যাঘাত হতে পারে। সমাবেশের কারণে সংঘর্ষ-সংঘাতও হতে পারে, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও থাকতে পারে।

ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সম্ভবত বেড়েছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ রাজনৈতিক র‍্যালি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশের স্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপি নেতাদের মতবিরোধ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও কথার লড়াই শুরু হয়েছে এই সমাবেশকে ঘিরে।

Exit mobile version