Site icon Jamuna Television

১০ ডিসেম্বর অবশ্যই গণসমাবেশ হবে, মানুষ নতুন স্বপ্ন দেখবে: মির্জা ফখরুল

১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে। সেখানে থেকে নতুন ঘোষণা আসবে, নতুন স্বপ্ন দেখবে মানুষ, এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, সরকার ভীত, তাই বিএনপির কর্মসূচি বানচালের অপচেষ্টা করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, চলমান আন্দোলন কেবল বিএনপির নয়, এটি সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আন্দোলনে জয়ী হওয়ার পর সুষ্ঠু ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ১০ ডিসেম্বরের গণসমাবেশে সরকার বিদায়ের নতুন কর্মসূচি আসবে।

/এমএন

Exit mobile version