Site icon Jamuna Television

ভিডিও ধারণকারীকে লাথি মেরে ক্ষমা চাইলেন ইতো (ভিডিও)

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ব্রাজিল-দ.কোরিয়ার ম্যাচে স্টেডিয়াম ৯৭৪ এর বাইরের একটি অংশে ক্যামেরুন ফরোয়ার্ড স্যামুয়েল ইতোকে মারতে যান এক ভিডিও ধারণকারীকে। পরে অবশ্য ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন ইতো।

ইতো যখন হেঁটে যাচ্ছিলেন সে সময়ে কয়েকজন তার সাথে সেলফি তুলছিলেন। কিছুদূর এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ান ইতো। উত্তেজিত অবস্থায় তেড়ে যান পুরো সময়ে তাকে ভিডিও করতে থাকা এক ব্যক্তির দিকে।

এরপর কয়েক দফা তার দিকে এগিয়ে যেতে উদ্যত হলেও ইতোকে আটকে রাখেন কয়েকজন মিলে। তবে সেই সময়ে ওই ব্যক্তি কিছু একটা বলেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে যান ইতো। বাধা টপকে এগিয়ে গিয়ে লাথি মেরে ফেলে দেন ওই ব্যক্তিকে।

Exit mobile version