Site icon Jamuna Television

আর্জেন্টিনা আমার দল: উসাইন বোল্ট

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ইনজুরি থেকে দলে ফিরছেন আলবিসেলেস্তে উইঙ্গার আনহেল ডি মারিয়া। এমন সুসংবাদের সাথে যোগ হয়েছে জ্যামাইকা গতি তারকা উসাইন বোল্টের সাপোর্ট। আর্জেন্টিনাকে নিজের দল বলে ঘোষণা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানব বোল্ট।

সম্প্রতি জ্যামাইকা স্প্রিন্টার উসাইন বোল্ট বলেন, আর্জেন্টিনা আমার দল। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনা এবারের শিরোপার দাবিদার। আশা করি শেষ পর্যন্ত দলটা আর্জেন্টিনাই হবে।

শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে উসাইন বোল্টের সমর্থন আলবেসিলেস্তাদের খেলায় গতি বাড়ায় কিনা সেটিই এখন দেখার বিষয়।

/আরআইএম

Exit mobile version