Site icon Jamuna Television

কপাল খুলছে দিবালার, ইনজুরি মুক্ত ডি মারিয়া

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে একাই অনুশীলন করেছেন ইনজুরিতে থাকা ডি মারিয়া। কোয়ার্টারে স্কালোনির চিন্তায় আছে দিবালা, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ডাচদের বিপক্ষে শেষ আটের মহারণে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। অনুশীলনে একবিন্দুও ছাড় দিতে নারাজ ডি পল-অ্যালিস্টার-এঞ্জো ফার্নান্দেসরা।

ছোট্ট একটা ভুল, ফেলে দিতে পারে বড় বিপদে। তাইতো ছাড় নয় একবিন্দুও হোক না সেটি অনুশীলনে। সতীর্থের ভুলে তাইতো মজার ছরে এভাবে তেড়ে আসা অন্যদের।

আর্জেন্টিনার অনুশীলনে সতীর্থরা যখন ব্যস্ত নিজেদের ঝালিয়ে নিতে, তখন অনেকটাই নির্ভার লিওনেল মেসি। নিজের মনেই যেনো কথা বলছিলেন নিজে। নিজের অনুশীলনে মত্ত থাকা লিও হয়তো ম্যাচের ছকটাও কেটে ফেলতে চাইছেন এখান থেকে।
আর্জেন্টিনা দলের সাথে অনুশীলনে দেখা মেলেনি ডি মারিয়ার। কোয়ার্টারে ফিরতে মরিয়া এই তারকা অনুশীলন করেছেন একাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দলের অন্য সদস্যরা একদিনের ছুটি কাটালেও একক অনুশীলন করেছিলেন ডি মারিয়া।

দিবালাকে নিয়েও আছে খুশি হওয়ার মত খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের বাজে পারফর্মেন্সের জন্য দিবালাকে নিয়ে ভাবতে বাধ্য করছে স্কালোনিকে। এমনটাই সংবাদ আর্জেন্টিনা গণমাধ্যমের।

/আরআইএম

Exit mobile version