Site icon Jamuna Television

এক নজরে শেষ আট

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ড-পর্তুগালের ম্যাচ দিয়ে শেষ হয়েছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। সেই সাথে চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের দলগুলো। চমক দেখিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো।

ফেভারিটের তকমা গায়ে লাগানো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলো জায়গা করে নিয়েছেন শেষ আটের লড়াইয়ে। এছাড়াও ফেভারিটের তকমায় না থেকেও পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া রয়েছে কোয়ার্টার ফাইনালের দৌড়ে।

ছবি: সংগৃহীত

হতাশার জন্ম দিয়েছে স্পেন। আসরে ফেভারিটের তকমা নিয়ে এসেও মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে স্প্যানিশরা।

কোয়ার্টার ফাইনালের সূচি:

শুক্রবার (৯ ডিসেম্বর)

ব্রাজিল- ক্রোয়েশিয়া (রাত ৯ টায়)।

শনিবার (১০ ডিসেম্বর)

আর্জেন্টিনা- নেদারল্যান্ডস (রাত ১ টায়)

শনিবার (১০ ডিসেম্বর)

পর্তুগাল- মরক্কো (রাত ৯ টায়)

রোববার (১১ ডিসেম্বর)

ফ্রান্স- ইংল্যান্ড (রাত ১ টায়)

/আরআইএম

Exit mobile version