Site icon Jamuna Television

সামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে পুতিনের বৈঠক

হামলা-পাল্টা হামলার মধ্যেই নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী মস্কোয় প্রেসিডেন্সিয়াল ভবন থেকে সরকারি ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এ বৈঠক করেন পুতিন।

পুতিন জানান, শুধু ইউক্রেন ফ্রন্টলাইনে শক্তিমত্তা জাহির করলেই হবে না। অভ্যন্তরীণ সুরক্ষার প্রতিও মনোযোগী হতে হবে। ক্রিসমাসের মতো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে নাশকতা বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকার তাগিদ দেন প্রেসিডেন্ট।

শারীরিক অসুস্থতা নিয়ে গুজবের মুখেই জনসম্মুখে এলেন ভ্লাদিমির পুতিন। গত সোমবার কার্চ ব্রিজ এলাকা সফরের পর রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকও করলেন পুতিন।

ইউএইচ/

Exit mobile version