Site icon Jamuna Television

কর ফাঁকি: ট্রাম্পের পারিবারিক আবাসন প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

কর ফাঁকি দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক আবাসন প্রতিষ্ঠান। এ জন্য ১৬ লাখ ডলার জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানটিকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দু’দিনের শুনানির পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) মামলার রায় শোনান নিউইয়র্ক আদালত। এ সময় ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবারের কোনো সদস্যই উপস্থিত ছিলেন না।

এদিকে মামলার রায়ে হতাশ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০০৫ এবং ২০২১ সালে তাদের নির্বাহী কর্মকর্তাদের দেয়া ‘ক্ষতিপূরণ অঙ্ক’ গোপন করার অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পে-রোল কর্পোরেশনের বিরুদ্ধে রয়েছে কর ফাঁকির ১৭টি অভিযোগ।

জানানো হয়- সরকারি খাজনা উপেক্ষার পাশাপাশি ব্যবসার বিভিন্ন তথ্য গোপন করেছে কোম্পানিগুলো। এ ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট এবং তার তিন সন্তানের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। যেগুলোর রায় শোনানো হবে আগামী বছর ১৩ জানুয়ারি।

ইউএইচ/

Exit mobile version