Site icon Jamuna Television

‘বিএনপিকে নয়াপল্টন বা আরামবাগ কোথাও সমাবেশের অনুমতি দেয়া হয়নি’

ছবি: সংগৃহীত

বিএনপিকে নয়াপল্টন বা আরামবাগ কোথাও সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, দলটিকে উন্মুক্ত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুরোধ করা হয়েছে। অনুমতি ছাড়া দলটি কোথাও সমাবেশ করতে পারবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি মিললেও সেখানে এই আয়োজন করতে এখন পর্যন্ত রাজি নয় বিএনপি। দলটির পক্ষ সমাবেশস্থল হিসেবে নয়াপল্টনকে চাওয়া হচ্ছিল। এরইমধ্যে নয়পল্টনের বিকল্প হিসেবে গতকাল মঙ্গলবার আরামবাগের বিষয়ে প্রস্তাব জানায় দলটি।

এদিকে, বিএনপির ঢাকা সমাবেশ নিয়ে কোনো সমস্যা হবে না বলে গতকাল জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তিনি। বলেন, সমাবেশ নিয়ে সংকট কেটে যাবে।

/এমএন

Exit mobile version