Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের কাপ্তান লিটন দাস। স্থানীয় সময় বেলা ১২টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে লড়বে দু’দল।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজদের।

সিরিজের প্রথম ম্যাচে সহজ টার্গেট কঠিন করে জয় তুলে নেয় সাকিব-মিরাজরা। সেই ম্যাচে বল হাতে সাকিব-এবাদতের দারুণ সাফল্যের পর ব্যাটিংয়ে গিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ গড়েন অনবদ্য ৫১ রানের জুটি। তাতেই ভারতের হাত থেকে ম্যাচ বের করে আনেন এক হাতেই।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

এএআর/ইউএইচ/

Exit mobile version