Site icon Jamuna Television

মুখোমুখি বাংলাদেশ-ভারত, দুই দলে তিন পরিবর্তন

ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। অন্যদিকে, সফররত ভারত সিরিজের উদ্বোধনী ম্যাচ হেরে ক্যামব্যাক করার প্রত্যয়ে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

টাইগার দলের প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় যুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। আর ভারত একাদশে দুই পরিবর্তন এনেছে। ফিরেছেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, দীপক চাহার, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল।

এএআর/

Exit mobile version