Site icon Jamuna Television

অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্র পথ নিরাপদ রাখতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্রে পথে হয়। অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্র পথ নিরাপদ রাখতে হবে। সমুদ্রের অপার সম্ভাবনা উপলব্ধি করে সরকার সামুদ্রিক খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজারের ইনানী সৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে ২৮ দেশের অংশগ্রহণে শিপ বেল বাজিয়ে এই আয়োজনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা স্মারক বইয়ের মোড়কও উন্মোচন করেন তিনি।

সরকার প্রধান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কখনোই যুদ্ধ চায় না। যেকোনো যুদ্ধই মানবজাতির জন্য ক্ষতিকর। বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানই তার প্রমাণ।

/এমএন

Exit mobile version