Site icon Jamuna Television

ইনজুরির শঙ্কায় এমবাপ্পে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এখন পর্যন্ত ৫ গোল করেছেন তিনি। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলের সবচেয়ে বড় এই তারকাকে নিয়ে দুশ্চিন্তা ফ্রান্স শিবিরে। হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

কোয়ার্টার ফাইনালের চারদিন আগে হাঁটুর ইনজুরির শঙ্কায় পড়েছেন ২৩ বছর বয়সী এমবাপ্পে। যার কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দলের সাথে অনুশীলন করতে নামেননি তিনি।

ফ্রান্স দলের পক্ষ থেকে বলা হয়েছে, হাঁটুর ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার ইনজুরি খুব গুরুতর নয়। তবে পুরোপুরি ইনজুরি মুক্ত হতেই অনুশীলনে যোগ দেননি তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে ফ্রান্স।

/এনএএস

Exit mobile version