Site icon Jamuna Television

২১ ওভারে বাংলাদেশের নেই ৬ উইকেট

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই চাপে পড়েছে বাংলাদেশ। উইকেট হারানোর মিছিলে একে একে চলে গেছেন ৬ ব্যাটার।

ওপেনার বিজয়ের পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান টাইগার অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানে সিরাজের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান লিটন। ২৩ বলে এক চারে ৭ রান করে ফেরেন তিনি।

তারপরেই উমরানের গতির কাছে নিজের উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন শান্ত। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি।

সাকিব আল হাসান ২০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তারপর মুশফিক ফেরেন ১২ রান করে। আফিফ এসেও হতাশ করে চলে গেলেন। প্রথম বলেই ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইংনিসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান টাইগার ওপেনার বিজয়। ভারতকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সিরাজ।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে ছয় উইকেটে ৭৬ রান।

/এনএএস

Exit mobile version