Site icon Jamuna Television

ভাইকে বসিয়ে রাখা ‘অবিচার’: ক্রিস্টিয়ানো রোনালদোর বোন

ছবি: সংগৃহীত

ভাইয়ের মতো মহাতারকাকে বসিয়ে রেখে কোচ সান্তোস ‘অবিচার’ করেছেন বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বোন এলমা আভেইরা। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, যে মানুষটা পর্তুগিজ ফুটবলকে বছরের পর বছর এত কিছু দিয়ে গেলো, তাকে এভাবে অপদস্থ হতে দেখে লজ্জিত।

সুইজারল্যান্ডকে ৬-১ ব্যবধানে গুঁড়িয়ে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে ওঠায় দলকে অভিনন্দনও জানিয়ে আভেইরো লেখেন, হ্যাঁ, রোনালদো অমর নয়। রোনালদো সারা জীবন খেলবে না। সে বুড়িয়ে গেছে। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে গোল পাচ্ছে না। পর্তুগালের এখন আর তাকে দরকার নেই। সান্তোস ওর সব অবদান ভুলে গেছে। ওর প্রতি অবিচার করা হয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নামানো হয় না রোনালদোকে। মূলত এ কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন তার বোন।

/এনএএস

Exit mobile version