Site icon Jamuna Television

মিরাজ-রিয়াদের ব্যাটে বাংলাদেশের রেকর্ড

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই চাপে পড়েছে বাংলাদেশ। উইকেট হারানোর মিছিলে একে একে চলে যান ৬ ব্যাটার।

৬৯ রানে ৬ উইকেট হাড়িয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ তখনই ত্রাতার ভূমিকায় ব্যাট হাতে জ্বলে ওঠেন রিয়াদ ও আগের ম্যাচের জয়ের নায়ক মিরাজ।

দু’জনে গড়েন ১৪৮ রানের জুটি। তাদের এই জুটিই বাংলাদেশোকে খাঁদের কিনারা থেকে টেনে তোলে। আর তাদের এই জুটি ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

রিয়াদ ৯৬ বলে ৭৭ রান করে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। ক্রিজে মিরাজ আছেন ৭২ বলে ৭০ রান করে।

/এনএএস

Exit mobile version