Site icon Jamuna Television

‘চাল-ডালের বস্তায় করে বিএনপি কর্মীরা ককটেল আনায় পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে’

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি।

চাল-ডালের বস্তার মধ্যে বিএনপি কর্মীরা ককটেল নিয়ে এসেছিল বলেই পুলিশ ভারি অস্ত্র নিয়ে নিরাপত্তা বাড়িয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কথা জানান। বলেন, রাজধানীর নয়াপল্টনে আজ কোনো সমাবেশ ছাড়াই রাস্তা আটকে রেখেছিল বিএনপি নেতাকর্মীরা। তাই সংঘর্ষ বেঁধেছে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবেই।

বিএনপির উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা সেরকম বড় জায়গায় সমাবেশ করতে হবে। পূর্বাচল বা টঙ্গী ইজতেমা মাঠেও হতে পারে। তবে, কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করলে পুলিশ সব ধরনের নিরাপত্তা দেবে বলে এ সময় উল্লেখ করেন খন্দকার গোলাম ফারুক।

/এমএন

Exit mobile version