Site icon Jamuna Television

মেসির দুর্বলতা ধরে ফেলেছি: নেদারল্যান্ডস কোচ

ছবি: সংগৃহীত

মেসির দুর্বল দিক ধরে ফেলেছেন বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গল। আর এই দুর্বলতাকেই আঘাত করে ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চায় তার দল।

তিনি বলেন, মেসি এমন একজন ফুটবলার, যে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সে বল স্পর্শ করতে পারেনি। তাকে কড়া মার্কিংয়ে রেখেছিল আমাদের ডিফেন্ডাররা।

তিনি আরও বলেন, মেসি অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড়। সে নিজে অনেক সুযোগ তৈরি করতে পারে পাশাপাশি নিজেও গোল করার সক্ষমতা রাখে। কিন্তু যখন বিপক্ষ দল বল দখলে নিয়ে নেয় মেসির তখন কিছুই করার থাকে না। আমাদের সেই সুযোগটাকেই কাজে লাগাতে হবে।

/এনএএস

Exit mobile version