Site icon Jamuna Television

দলের সাথে অনুশীলনে ফিরলেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ইউরোপের পরাশক্তি নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। উরুর চোট কাটিয়ে দলের সাথে অনুশীলনে ফিরেছেন আনহেল ডি মারিয়া। এছাড়া আনহেল কোরেয়া, লিয়ান্দ্রো পারেদেসদেরও পরখ করেছেন কোচ লিওনেল স্কালোনি। খবর মুন্ডো আলবিসেলেস্তের।

ইনজুরি ও ফর্মের রকমফেরের কারণে এখনও সেরা একাদশ বেছে নিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হচ্ছে আলবিসেলেস্তেদের কোচ স্কালোনিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের একাদশেও দুইটি পরিবর্তন এনেছিলেন তিনি। ডি মারিয়ার জায়গায় কোরেয়াকে ভেবে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের সাথে আক্রমণভাগ সাজাবেন তিনি, এমন কথাও শোনা গিয়েছিল।

বাজে ফর্মের কারণে একাদশের বাইরে থাকা লিয়ান্দ্রো পারেদেসকে রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে অনুশীলন করতে দেখা গেছে। এছাড়া এগারোজন খেলোয়াড়কে অনুশীলনে পরখ করেছেন স্কালোনি। তারা হলেন, মন্তিয়েল, ওটামেন্ডি, রোমেরো, তালিয়াফিকো, পারেদেস, ডি পল, ম্যাক অ্যালিস্টার, আনহেল কোরেয়া, আলভারেজ, মেসি।

আরও পড়ুন: ভাইকে বসিয়ে রাখা ‘অবিচার’: ক্রিস্টিয়ানো রোনালদোর বোন

/এম ই

Exit mobile version