Site icon Jamuna Television

আবারও টলিউডে চঞ্চল!

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকী ছিল গত মে মাসে। সেসময় পদাতিক নামের একটি বায়োপিক নির্মাণের ঘোষণা আসে। এ প্রসঙ্গে মৃণাল সেনের ছেলে কুণাল সেন জানিয়েছিলেন- কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত ও সৃজিত মুখার্জি মিলে নির্মাণ করবেন তিনটি সিনেমা।

তিন পরিচালকের মধ্যে সৃজিতের সিনেমা নিয়ে পাওয়া গেলো নতুন কিছু তথ্য। জানা গেছে, মৃণালের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে কারাগার’খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরীকে এ চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন সৃজিত।

তবে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আলোচনা চলছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, টলিউডে আগেও কাজ করেছেন চঞ্চল। ২০১০ সালে গৌতম ঘোষের ‘মনের মানুষ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিলো তাকে।

/এসএইচ

Exit mobile version