Site icon Jamuna Television

পোল্যান্ডে অস্ত্র পাঠালো দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনার মাঝেই, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিপুল অস্ত্র কিনলো ন্যাটো সদস্য পোল্যান্ড। মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রায় ছয় বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির প্রথম চালান পৌঁছায় দেশটিতে। খবর এপি’র।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে- কে টু ব্ল্যাক প্যানথার ট্যাংক, হাউইটজার কামানসহ অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্র। প্রতিবেশী কিয়েভে, মস্কোর আগ্রাসনের জেরে সামরিক শক্তিমত্তা বাড়াতে এই পদক্ষেপ বলে জানিয়েছে আন্দ্রেজ প্রশাসন।

এর আগে, গত জুলাই মাসে এ অস্ত্র চুক্তি সাক্ষর করে সিউল-ওয়ারশ। এর আওতায় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের ট্যাংক, কামান এবং যুদ্ধবিমান কিনবে পোল্যান্ড। আগামী দুই বছরে কয়েক ধাপে সরবরাহ করা হবে এ অস্ত্র।

/এসএইচ

Exit mobile version