Site icon Jamuna Television

পেরুতে এভিয়ান ফ্লু; সমূদ্র সৈকত বন্ধ, মারা গেছে অন্তত ৯০ হাজার পাখি

ছবি: সংগৃহীত

পেরুতে ভয়াবহ রূপ নিয়েছে এভিয়ান ফ্লু ভাইরাস। প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিনে ৮০ থেকে ৯০ হাজার পাখির মৃত্যু হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোয়। আর, এজন্যই বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সমূদ্র সৈকতগুলো। খবর আনাদোলুর।

আনাদোলু জানিয়েছে, ঝাঁকে ঝাঁকে পাখির মৃত্যুর কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে দেশটির বেশ কয়েকটি সৈকতে প্রবেশাধিকার বন্ধ ঘোষণা করা হয়েছে। শ’য়ে শ’য়ে পাখির মরদেহ পড়ে আছে বিভিন্ন শহরের সমুদ্র তীরে। মানুষের মাঝেও রোগবালাই ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় সেসব স্থানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জনসাধারণকে।

আরও জানানো হয়েছে, মৃত পাখি সরিয়ে এলাকা জীবাণু মুক্ত করা পর্যন্ত বন্ধ থাকবে সৈকত। তবে সার্ফারদের জন্য উন্মুক্ত থাকবে সমুদ্রপথ।

/এসএইচ

Exit mobile version