Site icon Jamuna Television

কোভিড ইস্যুতে তীব্র বিক্ষোভের মুখে পিছু হঠলো জিনপিং প্রশাসন

বিবিসি থেকে সংগৃহীত ছবি।

বিক্ষোভ ও ক্রমবর্ধমান আন্দোলনের মুখে করোনা ইস্যুতে পিছু হঠলো চীন সরকার। এক ঘোষণায় শিথিল করা হয়েছে দেশটির কোভিড সংশ্লিষ্ট সব বিধিনিষেধ। খবর রয়টার্সের।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার বিধি-নিষেধ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করে বলা হয়, কেউ করোনায় আক্রান্ত হলে তার জন্য সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাধ্যতামূলক নয়। বাড়িতেই চিকিৎসা নিতে পারবেন করোনা আক্রান্তরা। এছাড়া আগে পাবলিক ভেন্যুগুলোতে বা বড় জমায়েতে যোগ দিতে বাধ্যতামূলক পিসিআর কোভিড পরীক্ষার নিয়মও তুলে দেয়া হয়েছে। এখন শুধু হাসপাতাল এবং স্কুলে যেতে পিসিআর পরীক্ষা করতে হবে।

এর পাশাপাশি নির্দিষ্ট ভবনে লকডাউন আরোপের বিধান রাখা হয়েছে। একটি ভবনে কেউ আক্রান্ত হলে পুরো এলাকা বা শহরে বিধি-নিষেধ আরোপ করা যাবে না।

প্রসঙ্গত, করোনার প্রকোপ বাড়লে গত মাস থেকে আবারও চীনের বিভিন্ন শহরে কড়াকড়ি আরোপ করা হয়। এর প্রতিবাদে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ হচ্ছে চীনের বিভিন্ন স্থানে।

/এসএইচ

Exit mobile version