Site icon Jamuna Television

প্রকাশ্যে ঘুষি খেলেন আলেবেনিয়ার নেতা

সরকার বিরোধী র‍্যালি নিয়ে যাওয়ার সময় ঘুষি খেলেন আলবেনিয়ার বিরোধী নেতা সালি বারিশা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির রাজধানী তিরানায় হয় এমন কাণ্ড। খবর এপির।

এদিন বিক্ষোভ সমাবেশে অংশ নিতে হাজার হাজার বারিশা সমর্থক জড়ো হয় শহরের কেন্দ্রে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান দেন তারা। মিছিল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাতই ভিড়ের মধ্য থেকে বারিশার সামনে গিয়ে দাঁড়ান অজ্ঞাত এক ব্যক্তি। মুহূর্তেই ঘুষি মেরে বসেন নেতার মাথায়। সাথে সাথেই অবশ্য বারিশার দেহরক্ষী ও উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরা ধরে ফেলেন তাকে।

পরে তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও।

এটিএম/

Exit mobile version