Site icon Jamuna Television

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক হলেন প্রিন্স

ছবি: ইমরান সাহলে প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটক হওয়ার পর দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদকের দায়িত্ব দেয়া হলো সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্সকে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ মুক্ত না হওয়ায় পর্যন্ত দায়িত্বে থাকবেন ইমরান সাহলে প্রিন্স।

এর আগে বুধবার বিকেলে রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে আটক করে পুলিশ।

এটিএম/

Exit mobile version