Site icon Jamuna Television

পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়ছে, আগে হামলা করবে না মস্কো: পুতিন

পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়ছে। তবে, রাশিয়া আগে ব্যবহার করবে না পরমাণু অস্ত্র। গতকাল বুধবার মানবাধিকার কাউন্সিলের সদস্যদের সাথে আলোচনায় এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

মস্কো থেকে ভিডিও কনফারেন্সে বার্ষিক আলোচনা সভায় যুক্ত হন পুতিন। দাবি করেন, নিজেদের সুরক্ষার প্রয়োজনে সংরক্ষিত আছে তার দেশের পরমাণু অস্ত্র। বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক পরমাণু অস্ত্রের ভাণ্ডার আছে রাশিয়ার, এমন কথাও জানান।

রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলা হলেই কেবল উপযুক্ত জবাব দেয়া হবে। রুশ-ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলেও সতর্ক করেন।

ভ্লাদিমির পুতিন বলেন, পরমাণু যুদ্ধের হুমকি আসলেই বাড়ছে। এটা লুকানোর কিছু নেই। এক্ষেত্রে বলতে পারি, যেকোনো পরিস্থিতিতে আগে পরমাণু হামলা চালাবে না রাশিয়া। কৌশলগতভাবে আমাদের অবস্থান হলো, নিজেদের সুরক্ষায় প্রস্তুত থাকা। আমরা উন্মাদ নই। পরমাণু অস্ত্র কী, সে বিষয়ে ভালো করেই জানা আছে।

/এমএন

Exit mobile version