Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপে নজর কেড়েছে কুকুর

কাতার বিশ্বকাপে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে নজর কেড়েছে কয়েকটি কুকুর। যেনতেন কুকুর নয়, তারা রীতিমতো সামরিক বাহিনীর সদস্য। তুরস্ক থেকে পাঠানো নিরাপত্তা বাহিনীর বিশাল বহরের সাথে কাতার গিয়েছে তারা। দায়িত্ব পালন করছে বোমা বিশেষজ্ঞ ইউনিটে।

কমান্ডারের নির্দেশ মেনে বিস্ফোরক শনাক্তে ছুটছে এসব স্নিফার ডগ। সন্দেহজনক মনে হলেই ছুটে যায় কাছে। গন্ধ শুঁকেই বের করে ফেলে অবস্থান।

চলতি ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মী পাঠিয়েছে তুরস্ক। এরমধ্যে বহরে আছে ৫০টি বোমা শনাক্তকারী কুকুর। প্রত্যেকটি কুকুরের সাথে আছে একজন করে পরিচালনাকারী, যারা সবাই বোমা বিশেষজ্ঞ। দোহায় এগুলোর মহড়ার একটি ফুটেজ প্রকাশ করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব কুকুর তুরস্কের সামরিক বাহিনীর বম্ব স্কোয়াডে দায়িত্ব পালন করছে।
তুরস্কের পাঠানো বহরে আছে স্পেশাল ফোর্সেস ইউনিটের ১০০ সদস্য। যারা কাতারের নিরাপত্তা কর্মীদেরও প্রশিক্ষণ দিচ্ছে।

গত কয়েক বছরে তুরস্ক ও কাতারের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে। উপসাগরীয় রাজনীতিতে দোহাকে সমর্থন দিয়ে আসছে আঙ্কারা। বাণিজ্য-অর্থনীতিতেও বেড়েছে সহযোগিতা।

/এমএন

Exit mobile version