Site icon Jamuna Television

টেস্ট পরীক্ষায় ফেল করায় কিশোরের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ওই ছাত্রের নাম রাহিম হোসেন মুন্না (১৬)। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং বদলকোট গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে ফেল করে। ফল খারাপ হওয়ার হতাশা থেকে সে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

চাটখিল থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএআর/

Exit mobile version