Site icon Jamuna Television

বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত গণতন্ত্র মঞ্চের

সরকার পতনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। সংগঠনটির নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি ও হামলার ঘটনায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়। বিএনপি অফিসে পুলিশের হামলা ও দমন-পীড়নের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় গণতন্ত্র মঞ্চ।

১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের সাথে সংহতি জানিয়ে মান্না বলেন, অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে আওয়ামী লীগ নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে। পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে তারা বিরোধী নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এটি সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, গুলি করে মানুষ মেরে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা হত্যা, হামলা, গ্রেফতার করে ঠেকানো যাবে না।

/এমএন

Exit mobile version