Site icon Jamuna Television

দর্শনায় ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক

শুল্ক গোয়েন্দাদের অভিযানে আটক অনুপ কুমার গুপ্ত ও রাজেশ কুমার।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ দু‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাদের কাছ থেকে জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৬২১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তরপ্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এতে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে তাদের জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে আটক করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএআর/ইউএইচ/

Exit mobile version