Site icon Jamuna Television

মেসিই পারেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও, শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা। টানা ৩ জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আকাশি সাদারা। ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে আর্জেন্টিনার দরকার মহামূল্যবান ৩টি জয়। তবে, আর্জেন্টিনা ক্রীড়া সাংবাদিক দিয়েগো টমাসি জানান, আমাদের দলে একজন মেসি রয়েছেন, একমাত্র তিনিই আমাদের শিরোপা খরা কাটাতে পারেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি গোল করেছেন, গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে এবং দেখিয়েছেন তার ফুটবল শৈলী। ম্যাচ সেরার তকমাটা উঠে মেসির হাতেই। চলতি বিশ্বকাপে ৩টি গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন ১টি গোল। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ সেরার রেকর্ডটিও এখন এলএমটেনের থলিতে। অতিমানবীয় পারফরমেন্সের কারণে হয়তো ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তে সমর্থকরা।

দিয়োগো টমাসি বলেন, দেখো আর্জেন্টিনা দলে একজন মেসি আছে। তার হাত ধরেই আমাদের শিরোপা খরা কাটতে যাচ্ছে। তিনি এমন একজন ফুটবলার যে, একার পক্ষেই বিশ্বকাপ জয় করা সম্ভব। এছাড়াও এনজো ফার্নান্দেস- আলভারেজের মত তরুণরা আছে আমাদের দলে। যদিও, সব পজিশনে ব্রাজিলের মতো দারুণ সব ফুটবলার নেই। যা করার মেসিকেই করতে হবে। ওর কোন বিকল্প নেই। সে বিশ্বসেরা ফুটবলার এটা মনে রাখতে হবে।

দিয়োগো টমাসি আরও বলেন, মেসির এটা শেষ বিশ্বকাপ ধরতে পারেন। ১৯৮৬ সালে ম্যারাডোনা অসাধারণ খেলেছিল, ফাইনালে জয়সূচক গোলটি কিন্তু ছিল বুরুচাগার। মেসির পাশাপাশি অন্যদেরকেও জ্বলে উঠতে হবে।

শনিবার (১০ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

/আরআইএম

Exit mobile version