
ছবি: সংগৃহীত।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন ২৪ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক রোহিঙ্গাকে নিতে আগ্রহী বলে জানান মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ তৈরিতে মার্কিন সরকার কাজ করছে। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মার্কিন সহকারী মন্ত্রী।
এদিকে, যুক্তরাষ্ট্র বছরে ৮০০ রোহিঙ্গা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হলো।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply