Site icon Jamuna Television

অদৃশ্য হওয়ার কোট আবিষ্কারের দাবি চীনা গবেষকদের

ছবি: সংগৃহীত

অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার করার দাবি করেছে চীনের একদল গবেষক। গবেষক দলটি বলছে, তাদের আবিষ্কৃত ওই কোট পরলে ‘অদৃশ্য’ হওয়া যাবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

গবেষকরা বলছেন, এটি আসলে একটি কোট। তবে আর পাঁচটা সাধারণ কোটের থেকে এটিকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। এই কোট পরলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়বেন না ‘অদৃশ্য’ ব্যক্তি।

এই কোট পরলে দিনের বেলায় অনায়াসে অদৃশ্য হওয়া যাবে। আবার রাতেও ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করা যাবে।

/এনএএস

Exit mobile version