Site icon Jamuna Television

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে। রাশিয়ার হামলার মধ্যেও সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলা এবং যুদ্ধে নেতৃত্ব দেয়ায় মিললো এই স্বীকৃতি। খবর বার্তা সংস্থা এপির।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, যে পদ্ধতিতে জেলেনস্কি বিশ্ব কূটনীতিকে নাড়া দিয়েছেন, তা গত কয়েক দশকে দেখা যায়নি। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে না পালিয়ে কিয়েভে থেকে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেটাও প্রশংসা কুড়িয়ে নিয়েছে টাইম ম্যাগাজিনের। যুদ্ধের করুণ পরিস্থিতির মধ্যেও বিশ্বকে ও নিজের দেশকে যেভাবে গোপন এলাকা থেকে রোজ বার্তা দিয়ে মনোবল ধরে রাখার চেষ্টা করেছেন সেনাদের তাও নজর কেড়েছে ম্যাগাজিনের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে ইউক্রেন জুড়ে অনবরত হত্যা, হামলা, বারুদের গন্ধ, রক্তের ছবি। এর মধ্যেও লড়াই চালাচ্ছে ইউক্রেন। পেয়েছে কিছুটা সাফল্যও। আর কূটনৈতিক ক্ষেত্রে লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ইউএইচ/

Exit mobile version