Site icon Jamuna Television

আর্জেন্টিনার জার্সি পরিহিত অস্ত্রধারী ব্যক্তি ছাত্রলীগ নেতা নয়: ডিবি প্রধান

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা আর্জেন্টিনার জার্সি পরিহিত অস্ত্রধারী ব্যক্তি ছাত্রলীগ নেতা নয় বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেন, আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য মাহিদুল ইসলাম। পল্টন থানার আনসার অঙ্গীভূত সদস্য সে। অফিসারদের ডাকে সে দ্রুত অস্ত্র নিয়ে রাস্তায় আসে। এ নিয়ে ছাত্রলীগ নেতা আল আমিনের নাম জড়ানো হচ্ছে যা সত্যি নয়। যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরিহিত অস্ত্রধারী এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকে ব্যক্তিটিকে ছাত্রলীগ নেতা আল আমিন বলে গুজব ছড়ানো শুরু করে।

এ প্রসঙ্গে আল আমিন রহমান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে দাবি করেন, অস্ত্র হাতে ব্যক্তিটি তিনি নন।

Exit mobile version