Site icon Jamuna Television

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ কমেছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও রেকর্ড পরিমাণ কমেছে অপরিশোধিত তেলের দাম। দু’বছরের মধ্যে বুধবার তেলের দাম নেমে যায় সর্বনিম্ন পর্যায়ে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক- ব্রেন্ট ক্রুডের তেলের ব্যারেলপ্রতি বিক্রয়মূল্য ৭৩ দশমিক চার-শূন্য ডলার থেকে কমে যায় ছয় দশমিক নয় শতাংশ। ব্যারেলপ্রতি ইউএস ক্রুডের দাম ৭০ দশমিক তিন-আট ডলার থেকে পাঁচ শতাংশ কমে, যা এক বছরের মধ্যে দিনের সর্বোচ্চ দরপতন।

তেল উৎপাদনকারী অন্যতম দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণার পর থেকেই গেল কয়েক সপ্তাহ ধরে অস্থিতিশীল তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানোর ব্যাপারে বুধবারই ঘোষণা দেয় লিবিয়া; যদিও এতে তেলের দরপতনে কোনো প্রভাব পড়েনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেলের মজুদেও স্বাভাবিকের তুলনায় চার শতাংশ ঘাটতি তৈরি হয়েছে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে শঙ্কা বিশ্লেষকদের।

Exit mobile version