Site icon Jamuna Television

দল ছাড়ার কোনো হুমকি দেননি রোনালদো: এফপিএফ

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে দল ছাড়ার কোনো হুমকি দেননি বলে জানিয়েছে ফেডারেশন অফ পর্তুগাল ফুটবল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এফপিএফ জানিয়েছে, এফপিএফ স্পষ্ট করে জানাচ্ছে যে সেলেসাওর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে থাকার সময় জাতীয় দল ছাড়ার হুমকি দেননি।

নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না রোনালদো। এরপর থেকে তার দল ছেড়ে যাওয়ার কথা নিয়ে অনেকেই গুঞ্জন ওঠান।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জায়গায় সুযোগ দেয়া হয় তরুণ ফরোয়ার্ড গনজালো রামোসকে। আর প্রথম একাদশে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন এ তরুণ। এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

/ এনএএস

Exit mobile version