Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ‘মানদৌস’: চার বন্দরে সতর্কতা জারি

আবহাওয়া অধিদফতরের প্রকাশিত স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এই চার সমুদ্রবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর। এর আওতায় সমুদ্রে আপাতত কোনো জেলেকে না যাওয়ার জন্য বলা হয়েছে। সেই সাথে মাঝ সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা বা ট্রলারকে নিকটবর্তী বন্দরে ফিরে আসার জন্য বলা হয়েছে।

এর আগে সকালে মানদৌসের অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৫৯০ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ১৫৬৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ঝড়টির দূরত্ব ছিল ১৫৫০ কিলোমিটার। তবে এই ঝড়ের তেমন কোনও প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মনে করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version