Site icon Jamuna Television

ডাকাতির ঘটনায় দেশে ফিরে যাওয়া স্টার্লিং কাতারে ফিরছেন

পারিবারিক দুর্ঘটনার পর আবারও জাতীয় দলের সাথে যোগ দিতে কাতারের উদ্দেশে রওনা হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। গত রোববার ডাকাতির কবলে পড়া পরিবারকে সময় দিতে কাতার থেকে ইংল্যান্ডে যান তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, জাতীয় দলের সাথে যোগ দিতে এরই মধ্যে রওনা দিয়েছেন রাহিম স্টার্লিং। নকআউট পর্বে সেনেগালের সাথে ম্যাচটি মিস করেন তিনি। এখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তাকে নামাবেন কিনা কোচ গ্যারেথ সাউথগেট তা এখন বড় প্রশ্ন। যদিও এই ডাকাতির ঘটনার পর দলের সবাই তার পাশে ছিলেন, সাহস যুগিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে স্টার্লিংয়ের বাসা থেকে ৩ লাখ পাউন্ডের সমান স্বর্ণালংকার ডাকাতি হয়। এ সময় তার বান্ধবী ও বাচ্চা বাসার বাইরে ছিলেন। এই ঘটনার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জাতীয় দলের সকল ফুটবলারের বাসার নিরাপত্তা জোরদার করেছে।

ইউএইচ/

Exit mobile version